বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

বাংলাদেশের লক্ষ্য ২৫৮ রান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের লক্ষ্য ২৫৮ রান। শেষ বলে আউট হয়ে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন লঙ্কান ব্যাটার সামারাবিক্রমা। হাসানের দুর্দান্ত ডেলিভারিটি কোনোরকমে সামলালেও রান নেওয়ার মতো ছিল না। তবুও দৌড়েছেন সামারাবিক্রমা, নন স্ট্রাইকে থাকা দুনিথ তাতে সাড়া দিয়ে দৌড়ালেও পৌছাতে পারেননি। উইকেটের কাছ থেকে ‘ফুটবল’ শটে স্টাম্প ভেঙে তাকে রান আউট করেন হাসান। ৪৮.৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২৪৪ রান। অপরপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করা সামারাবিক্রমাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন শানাকা। তবে তাকে বোল্ড করে সময়মতো দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ফেরার আগে ৩২ বলে ১ চারে ২৪ রান করেন তিনি। ৪৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২২৬। ফিফটি পেরোনো সামারাবিক্রমার ব্যাটে লড়াকু সংগ্রহের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক দাশুন শানাকা। ৪৬.১ ওভারে লঙ্কানদের সংগ্রহ ২২১ রান। এবার হাসান মাহমুদও ফিরেই উইকেটের দেখা পেলেন। ডানহাতি এই পেস বোলারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মুশিকফের হাতে ধড়া পড়েন ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৮.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১৭২ রান। কিছুক্ষণ আগেই একই শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন সামারাবিক্রমা। ডাইভ দিয়ে অল্পের জন্য বলের নাগাল পাননি তাউহিদ হৃদয়। তবে সেই শট খেলতে গিয়েই ধরা পড়লেন আসালাঙ্কা। তাসকিনের স্লোয়ারে তার ক্যাচ নেন মিড অনে থাকা সাকিব। ২৩ বলে ১০ রান করে ফিরেছেন আসালাঙ্কা। ৩৩ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ ১৪৫ রান।
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করা শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। তবে শরিফুল তাকে ফিরিয়ে দলকে স্বস্তি দিলেন। এই বাঁহাতি পেসারের বলে আপারকাট শট খেলতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৭৩ বলে ১ ছয় ও ৬ চারে ৫০ রান করেন কুশল। ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান। উইকেটে জমে গিয়েছিলেন কুশল-নিসাঙ্কা। এরপর মুশফিক আর শামিমের ক্যাচ মিসে দুইবার উইকেট নেওয়ার সুযোগও হাতছাড়া হয় বাংলাদেশের। তবে অবশেষে উইকেটের দেখা পেলো টাইগাররা। লঙ্কান ওপেনার নিসাঙ্কাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন শরিফুল ইসলাম। এলিবিডভ্লিউ হয়ে ফেরার আগে ৬০ বলে ৫ চারে ৪০ রান করেন তিনি। ২৩.৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৯ রান। নিসাঙ্কার ক্যাচ ফেলেছিলেন মুশফিক। এবার কুশল মেন্ডিসের ক্যাচ ফেললেন শামিম পাটোয়ারি। শরিফুল ইসলামের বলে বাউন্ডারিতে মিসজাজ করেন তিনি, বলে উড়ে যায় বাউন্ডারির বাইরে। ওই ওভারেই শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার হয়।
উইকেটের খোঁজে বাংলাদেশ যখন মরিয়া, তখনই উইকেট নেওয়ার সুযোগ মিস করলেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম। হাসান মাহমুদের বলে নিসাঙ্কার ব্যাটে এজ হয়ে ক্যাচ হয়েছিল, ডাইভ দিয়ে হাতে লাগালেও বল জমাতে পারেননি মুশফিক। ১৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৫ রান। উইকেটে জমে গেছে কুশল মেন্ডিস ও নিসাঙ্কার জুটি। দুজনে মিলে দারুণ সতর্কার সঙ্গে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনের মধ্যে ইতিমধ্যে ৫০ রানের জুটি হয়েছে। পাওয়ার প্লের ৯ম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। এর পরের নাসুম, আবার ১২তম ওভারে সাকিব। আগের ৮ ওভারে স্কোরবোর্ড সচল রাখা লঙ্কান ব্যাটারদের স্পিনারদের বিপক্ষে একটু বেশিই সতর্ক দেখা গেলো।

লঙ্কা শিবিরে প্রথম আঘাত হাসানের: উইকেটে মুভমেন্ট, দুই স্লিপ নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং থাকলেও সঠিক লাইন খুজে পাচ্ছিলেন না বাংলাদেশের পেসাররা। সেই সুযোগে সতর্ক থাকলেও স্কোরবোর্ড সচল রাখেন দুই লঙ্কান ওপেনার। তবে নিজের ২য় ও দলের ষষ্ট ওভারে দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। মুশফিকের ক্যাচ ফেরার আগে ১৭ বলে ৩ চারে ১৮ রান করেন এই লঙ্কান বাঁহাতি ওপেনার। ৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪ রান।
রিভিউ নিয়ে বাঁচলেন লঙ্কান ওপেনার: ইনিংসের প্রথম ওভারেই শ্রীলঙ্কান ওপেনার নিশাঙ্কাকে আউট করেন তাসকিন। কিন্তু লেগ বিফোরের উইকেটের আবেদনে আম্পায়ার সারা দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। ১ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৮ রান।
টানা ৪ ম্যাচে টস জয়, এবার ফিল্ডিংয়ে বাংলাদেশ : এশিয়া কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। টিকে থাকার লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা। এই নিয়ে এবারের এশিয়া কাপে ৪ ম্যাচেই টস জিতলেন সাকিব আল হাসান। আগের ৩ ম্যাচে ব্যাটিং নিলেও আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আফিফ হোসাইনের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। এবারের এশিয়া কাপে এই স্পিনারের এটাই প্রথম ম্যাচ। চলতি আসরেই গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ টাইগারদের জন্য প্রতিশোধের মঞ্চও বটে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ:দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com