পাকিস্তানের প্রথম লক্ষ্য এশিয়া কাপ জেতা। তবে শুধু এশিয়া কাপ জিতেই সন্তুষ্ট থাকতে চান না দলের পেসার হারিস রউফ। নিজের জন্য আলাদা লক্ষ্য রেখেছেন। এশিয়া কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে চান রউফ।
এশিয়া কাপে গ্রুপ পর্বের দু’টি ও সুপার ফোরের একটি, অর্থাৎ তিনটি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন রউফ। এখন পর্যন্ত প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট শিকারি তিনি। সুপার ফোরে এখন দু’টি ম্যাচ খেলবে তারা। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তা হলে আরো দু’টি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে নিজের উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন রউফ।
বাংলাদেশকে হারানোর পরে রউফ বলেন, ‘আমি প্রতিদিন আরো কঠিন পরিশ্রম করছি। নিজের জন্য বড় লক্ষ্য রেখেছি। আমি শুধু এশিয়া কাপ জিততে চাই না, সেইসাথে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হতে চাই।’
রউফ ছাড়াও পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ছন্দে রয়েছেন। দু’জনেই সাতটি করে উইকেট নিয়েছেন। এই পেস আক্রমণ যেকোনো দলকে সমস্যায় ফেলার ক্ষমতা রাখে। খেলতে নামার আগে তারা সবাই মিলে বসে পরিকল্পনা করেন বলে জানিয়েছেন রউফ।
তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচের আগে আমরা সবাই মিলে বসে পরিকল্পনা করি। ম্যাচের আলাদা আলাদা সময়ে কিভাবে বল করতে হবে সেটা ঠিক করি। পাকিস্তানের পিচে যেমন ব্যাটারের পায়ের কাছে বল না করে কোমরের উচ্চতায় বল করলে বেশি সফল হওয়া যায়। বাংলাদেশ ম্যাচে আমরা সেটাই করার চেষ্টা করেছি।’
পাকিস্তানের পরের ম্যাচ আজ রোববার ভারতের বিরুদ্ধে। গ্রুপ পর্বের খেলা বৃষ্টিতে ভ-ুল হয়ে গিয়েছিল। ওই ম্যাচেও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন রউফ। তার গতি সমস্যায় ফেলেছিল ভারতীয় ব্যাটারদের। রোববারও নিজের ছন্দ ধরে রাখার চেষ্টা করবেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা