শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

সংবাদ সম্মেলনে লজ্জার মুখে বাবর

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বাস্তবতার নিষ্ঠুর দৃশ্য অবলোকন করেন বাবর বৃহস্পতিবার রাতে, শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর। যে হার শুধুই নিছক পরাজয় নয়, এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে পাকিস্তানকে। যা প্রত্যাশার পাহাড় বুকে নিয়ে আসর শুরু করা পাকিস্তানের জন্য বড় ধাক্কাও বটে। যার প্রভাব পড়ে সংবাদ সম্মেলনে, যেখানে আসেননি পাকিস্তানি সাংবাদিকরা। ম্যাচ প্রেজেন্টেশন শেষ করার পর বাবর আজমকে নিয়ে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার আহসান ইফতিখার যান সংবাদ সম্মেলন কক্ষে। সেখানে পা রেখেই অবাক তারা, পুরো কক্ষে মাত্র দু’জন সাংবাদিক! দু’জনেই আবার বাংলাদেশের। আহসান তো জিজ্ঞাসা করেই বসলেন, ‘আর লোক কই?’ শেষ পর্যন্ত যা বেড়ে দাঁড়িয়ে ছিল পাঁচজনে।

পাকিস্তানের কোনো সংবাদ সম্মেলনে এর আগে হাত উঠিয়েও (প্রশ্ন করার অনুরোধ) প্রশ্ন করার সুযোগ মেলে না বাংলাদেশের সাংবাদিকদের। এদিন যেন তারাই বনে গেলেন সর্বেসর্বা। বরাবরই উর্দূতে সংবাদ সম্মেলন করা বাবর আজমকেও তাই এদিন দিতে হলো ইংরেজিতে উত্তর। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নির্ধারিত এই সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা দল। হারের পর সংবাদ সম্মেলন বয়কটের নজির আছে ক্রিকেটে, তবে জয়ের পর শ্রীলঙ্কার সংবাদ সম্মেলনে না আসা অবাক করে নিঃসন্দেহে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com