বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী পেলো বই। তাদের মধ্যে সীমান্তবর্তী দূর্গম রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির প্রায় বিলুপ্ত পাঙ্খোয়া জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও ছিলো। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান সেনা রিজিয়ন সদর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে সদর জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, সেনা রিজিয়নের কর্মকর্তা জিএসটু মেজর শায়েখ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন- পার্বত্যঞ্চলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ের জনগোষ্ঠীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালা কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। যুগের পরিবর্তনে দূর্গমাঞ্চলে সেনা ক্যাম্পগুলোর মাধ্যমে পরিচালিত পাঠশালা গুলো সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনী ১১টি জনগোষ্ঠী’সহ চৌদ্দটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর বই দেয়া হলো। এই অঞ্চলে শিক্ষার উন্নয়নে সেনাবাহিনী সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সেনাবাহিনী পার্বত্য জনপদে সামগ্রিক কাজ করবে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান,পার্বত্য চট্রগ্রামে স্থায়ী ভাবে শান্তি সম্প্রতি বজায় রাখতে শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।