সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

রংপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

আয়নাল হক (স্টাফ রিপোর্টার) রংপুর
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি’র আয়োজনে গতকাল হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফ্রি মেডিকেল ক্যাম্পে-এ অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকগণের উপস্থিতিতে সার্জারি, মেডিসিন, গাইনী, হৃদরোগ, শিশু, রেসপিরেটরি মেডিসিন, লিভার রোগ,রক্তরোগ, বাত- ব্যথা, ইউরোলজী, নাক-কান-গলা,নিউরোলজি,ফিজিক্যাল মেডিসিন, কিডনি, গ্যাস্ট্রাএন্টারোলজী,চর্ম ও যৌন,চক্ষু ও ডায়াবেটিস রোগীদের জন্য ৪২ জন বিশেষজ্ঞ ডাক্তার ও সহকারি ডাক্তার সহ মোট প্রায় ১০০ জন ডাক্তার এর সমন্বয়ে সকাল ০৯ঃ৩০ টা থেকে দুপুর ০১ঃ০০ ঘটিকা পর্যন্ত প্রায় ২০০০ রোগীদের ফ্রি সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, যারা আজকে অনলাইনের মাধ্যমে আবেদন করে বিশেষজ্ঞ ডাক্তারদের ফ্রি চিকিৎসা নিচ্ছেন তারা সারা বছরেরই এই প্রেসক্রিপশনের মাধ্যমে ফ্রি চিকিৎসা পাবেন। রংপুর মেডিকেল ও হারাগাছ মেডিকেল সহ রংপুর জেলা এবং উপজেলা পর্যায়ে সকল মেডিকেল গুলোকে আরো উন্নতকরণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়,অধ্যক্ষ- রংপুর মেডিকেল কলেজ, ডাঃ এ.বি.এম আবু হানিফ, পরিচালক-স্বাস্থ্য, রংপুর বিভাগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, চেয়ারম্যান-জেলা পরিষদ রংপুর ও সভাপতি-কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি, অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ন আহ্বায়ক, রংপুর জেলা আওয়ামী, মোঃ আনোয়ারুল ইসলাম (মায়া), চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা শাখা, রংপুর, মোঃ আশরাফুল ইসলাম, চেয়ারম্যান, ১নং সারাই ইউনিয়ন পরিষদ, কাউনিয়া ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা শাখা, রংপুর, মোঃ মোজাম্মেল হক, অফিসার ইনচার্জ হারাগাছ মেট্রোপলিটন থানা রংপুর, মোঃ জামিল আক্তার (জামিল), সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং হারাগাছ থানা ইউনিট ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হারাগাছ পৌর শাখা। আয়োজনে কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটি ও সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর মেডিকেল কলেজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com