সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

গজারিয়ায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় আল্টিমেটামের ৪৮ ঘণ্টার ভিতর গজারিয়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে পদ প্রত্যাশী নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় অংশের বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গেলে কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখে আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষোভ মিছিলটি আনন্দ মেলা সিনেমা সামনে গিয়ে পুনরায় ভবেরচর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা। তার বক্তব্যে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ আহমেদ সুমন বলেন, পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা না করায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে পদ প্রত্যাশী নেতা কর্মীরা। আন্দোলনের প্রথম ধাপে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করলাম। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আরেক ছাত্রলীগ কর্মী তাফসীরুল কোরআন শান্ত বলেন, বর্তমানে ৬ সদস্যের পকেট কমিটিতে চলছে গজারিয়া উপজেলা ছাত্রলীগ যাদের মধ্যে চারজনই নিষ্ক্রিয়। এদিকে ৮ ইউনিয়নের মধ্যে ৭টিতে কমিটি থাকলেও অধিকাংশ ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক নিষ্ক্রিয়। অনেকে আবার বিদেশে চলে গেছেন, কেউ বিয়ে করে সংসার করছেন, কেউ আবার ছাত্র রাজনীতি ছেড়ে চাকরি করছেন। এভাবে কখনোই ছাত্রলীগ চলতে পারেনা। বর্তমান কমিটির কর্মকা-ে অজস্র নেতা কর্মীর মনে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সামনে আর কোন পথ খোলা নেই আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। উল্লেখ্য, কোন প্রকার সম্মেলন ছাড়া ২০২১ সালে ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের গজারিয়া উপজেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট পকেট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় হাবিবুর রহমান হাবিব ও ইউনুস প্রধানকে। ৬০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে বলা হলেও পেরিয়ে গেছে প্রায় দুই বছর। বারবার তাগাদা দেওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় বর্তমান কমিটির উপর হতাশ অধিকাংশ নেতাকর্মী।সর্বশেষ গত বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত বারোটায় একযোগে উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ৪৮ ঘন্টার ভেতর পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিলে বর্তমান কমিটির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন। তবে ওই সময়ের ভেতর পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা না করায় শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দেন তারা। বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক ইউনুস প্রধানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান পূর্ণাঙ্গ কমিটির কাগজ তারা ইতোমধ্যে জেলা নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন শীঘ্রই তা অনুমোদন হবে। তবে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com