গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সংসদ সচিবালয় ইউ এন এফ পি এ এর আয়োজনে এসপিসিপিডি (এ্যাড ওয়াফ) কার্যক্রম মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা গতকাল ১৭ সেপ্টেম্বর পলাশবাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ নিরোধ, ইভটিজিং বন্ধে আমাদের করণীয়, মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, নারী নির্যাতন ও সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয় । বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ওমেলা সরকার, পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রী আয়েশা সিদ্দিকা, পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাকিয়া সুলতানা ও আকলিমা আক্তার, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া মনি আক্তার, পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাবির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন, ইউএনডিএফপিএ টেকনিক্যাল অফিসার খন্দকার জাফিউর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব প্রমূখ।