সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

শিক্ষা দিবসে ‘শিক্ষা অধিকার চত্ত্বরে’ ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মহান শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্বরে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল রোববার সকালে দলটির ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহম্মদ, মো: তরিকুল ইসলাম তারিক, আব্দুল হান্নান তালুকদার, নাহিদুজ্জামান শিপন, নাসির উদ্দিন শাওন, আমানউল্লাহ আমান, তারেক হাসান মামুন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ মীর সাদ্দাম, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ-সভাপতি আবিদ আল হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক আহসান হাবিব রায়হান, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের দফতর সম্পাদক আবুজার গিফারি ইফাদ, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সঙ্কোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com