সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজি ফয়েজ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কাজি ফয়েজ ইশা শপথ গ্রহণ করেছেন। তিনি উমর আতা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হলেন। বান্দিয়াল গতকাল অবসর গ্রহণ করেন। পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আজ রোববার দেশের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে ফয়েজকে শপথ পাঠ করান। এসময় পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার, সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির, সিনেটররা, বিদেশী রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন প্রধান বিচারপতির মেয়াদ তুলনামূলকভাবে সংক্ষিপ্তই হবে। ২০২৪ সালের ২৫ অক্টোবর তিনি অবসরে যাবেন। বিচারপতি ফয়েজ ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সর্বোচ্চ আদালতে বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি প্রধান বিচারপতির ঠিক নিচের পদে থাকলেও ২০১৯ সালে রাষ্ট্রপতি তার বিরুদ্ধে রেফারেন্স দাখিল করার পর থেকে তিন বছর ধরে তিনি কোনো সাংবিধানিক মামলার বিচারকাজে জড়িত ছিলেন না। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com