শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চৌহালী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপত্বিতে মাদক, জুয়া, ইভটিজিং বাল্যা বিবাহ এর কুফল বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেকমত আলী, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবুল, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী, স্থল ইউ,পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাঘুটিয়া ইউ,পি চেয়ারম্যান মোঃ কালাম মোল্লা। এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- মাদক, জুয়া ইভটিজিং থেকে ছেলে মেয়েদের সজাগ করতে বাবা,মা, শিক্ষক সহ সমাজের সকলকে সজাগ হতে হবে। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন আপনারা গ্রামে থাকেন আপনাদের কাছে তথ্য দেওয়া সহজ আপনারা তথ্য দিবেন এবং আপনাদের কাজ আরও গতিশীল হোক এই আসা করি। তিনি সকল ইউ,পি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন চৌহালী উপজেলার সকল ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং এর কুফল বিষয়ে আলোচনা সভা করবেন বলে আসা করি।