নওগাঁর বদলগাছী উপজেলা মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। ১৮ সেপ্টেম্বর দুপুর দেড়টায় সচিব মহোদয় বদলগাছী উপজেলা মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচছা জানান মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের রুপকার বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ)। এরপর অতিথিগণ এই দপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল চত্বরে সচিব মহোদয় একটি বৃক্ষ রোপণ করেন। এসময় প্রাণিসম্পদ দপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক,রাজশাহী বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সহ অত্র দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।