সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার” শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌরমেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুর হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ। শিক্ষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সরকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।