রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

কালীগঞ্জে এডিডব্লিউএএফ মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

এসপিসিপিডি প্রকল্পের গঠিত কিশোর কল্যাণ অ্যাকশন ফোরামের (এডিডব্লিউএএফ) কার্যক্রম পরিদর্শন, মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন জনসংখ্যা ও উন্নয়ন ইস্যু একীভূতকরণে সংসদের সক্ষমতা শক্তিশালীকরণ” (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় গঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ এবং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং এসপিসিপিডি প্রকল্পের বিশেষজ্ঞ ও প্রকল্প পরিচালক এম. এ. কামাল বিল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, নাগরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ অলিউল ইসলাম অলি, পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার লুর্ডসমেরী প্রমুখ। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ইমাম-মোয়াজ্জিন, স্বাস্থ্যকর্মী, কাজী-পুরোহিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com