সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::

রায়গঞ্জে ব্র্যাকের অবহিতকরণ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু। সভাটি পরিচালনা করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ রইচ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, থানা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরীন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক ডিএম মোতাহার হোসেন, ব্র্যাকের অঞ্চলিক ব্যবস্থাপক (আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি সিরাজগঞ্জ) মোঃ গোলাম মোস্তফা, সেক্টর পেসালিস্ট আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি সিরাজগঞ্জ পবিত্র কুমার গাইন প্রমূখ। ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মধ্যে দিয়ে আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে সরকারের টেকশই অর্থনৈতিক ব্যবস্থা (এসডিজি) বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com