সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম ::

বিআরটিএ এর উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা প্রশিক্ষণ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

গতি নয় নিরাপত্তাই মুখ্য স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজনে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়মে আজ সকালে পেশাজীবী গাড়ি চালকদের সচেতন মূলক গাড়ি চালানোর দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এছারা বক্তব্য দেন বরিশাল বিভাগের বিআরটিএর পরিচালক মো: জিয়াউর রহমান, সহকারি পরিচালক মোঃ মাহাবুবুর রহমান। পিরোজপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল মতিন, মেহেদী হাসান। উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান চৌধুরী?। উক্ত সেমিনারে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধি মূলক ভিডিও ও প্রশিক্ষণের মাধ্যমে গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ দেয়া হয়। পেশাজীবী গাড়ি চালকদের বলেন, ডাক্তারের হাতে একই সময় একটি রোগী থাকে কিন্তু আপনাদের হাতে একই সময়ে বাসের ভিতর ৬০ জন মানুষের সুরক্ষার দায়িত্ব থাকে এবং পথচারীদের সুরক্ষার দায়িত্ব থাকে, প্রধান অতিথি বকÍব্যে এ কথা বলেন। তিনি পেশাজীবী গাড়ি চালকদের শপথ করান , গতি নয় জীবনের নিরাপত্তায় মুখ্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com