গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুমলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং মাদকের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিওর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, তুমলিয়া ইউপি চয়ারম্যান আবু বকর মিঞা বাক্কু, তুমলিয়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর জেমস্ কস্তা, নাগরী ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি দিলীপ বণিক, তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরারে সভাপতি মার্ক পেরেরা, কারিসাসের নির্ণয় নরবার্ট শর্মা, জয়ন্ত মজুমদার প্রমুখ। এ সময় বিভিন্ন প্রবীণ ও প্রতিবন্ধী ক্লাবের ২২০ জন সদস্য উপস্থিত থেকে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে তারা তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন। বক্তরা বলেন, সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির মাধ্যমে বর্তমানে জীবন মান উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এখনো যারা এই সুযোগ সুবিধার আওতায় আসতে পারেনি তারা কিভাবে আরো সহজভাবে দ্রুত সময়ের মাধ্যমে পেতে পারেন সে চেষ্টা করে যাচ্ছেন। তারা বলেন, বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠাগুলোও অগ্রনী ভূমিকা পালন করছেন, তারা বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ বাস্তবায়ন করছেন যা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।