শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জে ছাত্রলীগ মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবী

ফকির মতি কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতৃত্বে বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন। লিখিত বক্তব্যে লুৎফর রহমান নয়ন বলেন, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারী নেতৃত্বের সক্ষমতা ও যাচাই-বাছাই না করে কেন্দ্রিয় কমিটি এক বছরের জন্য বর্তমান তিন সদস্য বিশিষ্ট জেলা কমিটি অন মোদন দেয়। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ ৩ বছর ৭ মাস ১৩দিন পার হওয়ার পরও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান পূর্নাঙ্গ কমিটি করতে ব্যার্থ হয়েছেন। মেয়াদ উত্তীর্ণ এই কমিটি কর্তৃক বিভিন্ন উপজেলায় অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত এবং বিএনপি জামাতের সাথে জড়িতদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। লুৎফর রহমান নয়ন আরো অভিযোগ করে বলেন যে, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাক মাদক ব্যবসা, টেন্ডার বাজি, চাঁদাবজি, থানার দালালি, অটো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, ভূমি দস্যুতা, নারী কেলেংকারি কমিটি বাণিজ্যসহ বিভিন্ন ধরণের অনৈতিক কাজের সাথে জড়িত। তাদের এসব অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। সংবাদ সম্মেলনে অতি দ্রুত বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করার দাবী জানিয়ে ব্যবস্থা গ্রহণে ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হয়। কর্মসূচিতে জেলা ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com