চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষে পিআইবি সেমিনার রুমে আলোচনা সভা শেষে উপজেলার ২৮ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকের হাতে সনদ তুলে দেয়া হয়। পিআইবি প্রতিবেদক নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুক, সভাপ্রধান হিসেবে ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক জাফর ওয়াজেদ, পিআইবি পরিচালক শেখ মজলিশ ফুয়াদ। জানা যায়, প্রশিক্ষণ কর্মশালায় গত ২৪ সেপ্টেম্বর থেকে থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২৮ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন,পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপ্রধান জাফর ওয়াজেদ বলেন, সংবাদ কর্মীদের সংবাদের পেছনের ছুটতে হবে? সাংবাদিকতায় দক্ষতা বাড়ানোর জন্য পড়াশোনা ও প্রশিক্ষণের বিকল্প নেই। এখান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশের কল্যাণে কাজ করবে সাংবাদিকরা। প্রধান অতিথি শহিদুল আলম ঝিনুক বলেন, সাংবাদিকতা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিরলস ভাবে কাজ করবে। সাংবাদিকরা সজাগ থাকলে দুর্নীতি দূর করা সম্ভব। স্বাধীনতার সংগ্রামের চেতনাকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।