পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রায়ত ওয়ার্ড বিএনপি নেতা লিয়াকত হোসেন রিপন ডাকুয়ার দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ৮নং সাতকাছিমা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন উক্ত বিএনপি নেতা। গত ১৪ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টে আগাম জামিন নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে জামিনের প্রস্তুতি শেষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ঢাকায় তার সহোদর ছোট ভাই শওকত হোসেন স্বপন ডাকুয়ার বাসায় বসে অসুস্থ হয়ে পড়লে সেখানেই শেষ নি:স্বাস ত্যাগ করেন। উক্ত বিএনপি নেতার দোয়া অনুষ্ঠানে উপস্থি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা বিএনিপর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রায়ত নেতার সহোদর বড় ভাই আকরাম আলী ডাকুয়াম, বিএনপি নেতা সরদার জহিরূল ইলাম বাদল, বিএনপি নেতা আব্দুস সালাম, বিএনপি নেতা শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌহিদুল ইসলাম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহর আলী মৃধা, বিএনপি নেতা শেখ মেহেদী হাসান, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মোল্লা প্রমুখ। উক্ত দোয়া অনুষ্ঠানে দোয়ার পূর্বে প্রায়ত বিএনপি নেতার স্মৃতিচারণ উল্লেখ করে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, রিপন ডাকুয়া একজন এলাকার ন্যয়-নিষ্ঠা ও ত্যাগী কর্মী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে শুধু নিজের ব্যবসা নিয়েই পড়ে থাকেননি, দলের জন্য নিবেদিত ছিলেন, কিন্তু এলাকার একটি কু-চক্রীয় মহল ফ্যাশিষ্ট নব্য আওয়ামীলীগের দোসররা নিজেদের অতিত বিসর্জন দিয়ে আওয়ামীলীগের আস্থা অর্জন করার জন্য ৮ই সেপ্টেম্বরে ছাত্রলীগের মিথ্যা গায়েবী মামলার আসামীর তালিকায় ১৫ নম্বরে অন্তর্ভুক্ত করায় পুলিশের একাধিক অভিযানে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরেন এবং নেতৃবৃন্দের নির্দেশনায় মাহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন ও চিকিৎসার জন্য ঢাকায় যান। কিন্তু লাশ হয়ে ফিরতে হল বাড়ীতে, দুনিয়া নামক কারাগার থেকে চিরদিনের জন্য জামিন নিয়ে বিদায় নিয়ে জানিয়ে গেলেন, যে, আমরা ফ্যাসিষ্ট সরকারের কোন ষড়যন্ত্র ভয় পাইনা, আমারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজেদের জীবনকে পরোয়া করিনা। এক পর্যায়ে আলোচনা সভায় প্রায়ত নেতার সহোধর বড় ভাই সাংবাদিক আকরাম আলী ডাকুয়া উপস্থিত সকল নেতা-কর্মী ও এলাকাবাসীর নিকট ছোট ভাইয়ের চলার পথের ভুল-ত্রুটি ক্ষমা করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং আরো বলেন, আজ আমার ছোট ভাইকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে।