সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে : ডা. শহীদুল্লাহ সিকদার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেছেন, দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। তা দূর করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণ করতে হবে। এজন্য সকল প্রগতিশীল শক্তিকে ৭১-এর চেতনায় ঐক্যের এবং ত্যাগের অমিত শক্তি উপর নির্ভর করে এগোতে হবে। মুক্তিযুদ্ধের কাঙ্খিত দেশ নির্মাণে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। গত শনিবার গণতন্ত্রী পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে ঐকবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা‘ শীর্ষক সেমনিারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনের স ালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভপতি ব্যারিস্টার আরশ আলী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমেদ, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, কমল ঘোষ, শফি রেজা নূর, মিরাজুল ইসলাম, হরিপ্রসাদ মিত্র, সৈয়দা আফসানা আলতাফ শিল্পীসহ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com