গাইবান্ধার গোবিন্দগঞ্জে এনা পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ্য কোচ তল্লাসি করে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিলসহ সাড়ে ৪ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের জাওয়াদ প্লাজার সামনে গভীর রাতে এ অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় নয়ন মিয়া(৩৩) নামে এক যুবককে আটক করা হয়। আটক নয়ন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি ওই যাত্রীবাহী নৈশ্য কোচের হেলপার হিসেবে নিযুক্ত। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ছেড়ে আসা ঢাকামুখী এনা পরিবহনের নৈশ্য কোচটি আটক করে তল্লাসি করা হয়। এ সময় বাসের লকারে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ৯১ বোতল ফেন্সিডিল ও তিনটি পোটলা ভর্তি ১৫ কেজি ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়। এ বিষয়ে এসআই সুজন কবির বাদি হয়ে নয়নের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।