সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

মহাসমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আন্দোলন করতে পারবে। এটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে আদালত বসানোর যে অভিযোগ করেছেন, তার জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি ওনাকে (মির্জা ফখরুল) ভালো জানতাম। অনেক কথাই মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন তিনি।’ পরে মন্ত্রী আখাউড়া উপজেলা চত্বরে আখাউড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। দুপুরে আখাউড়া পৌর আওয়ামী লীগের একটি বিশেষ বর্ধিত সভায় অংশ নেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com