বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে ধারাবাহিকতার ঘাটতি ছিল লঙ্কানদের : কোচ সিলভারউড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে বৃহস্পতিবার সপ্তম পরাজয় বরণ করেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের নবম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর হতাশা ব্যক্ত করে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেছেন তার দলে ‘ধারাবাহিকতার ঘাটতি’ ছিল। নেদারল্যান্ডসের মতো বাছাইপর্ব খেলেই বিশ্বকাপের টিকিট পাওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় নিয়ে মিশন শুরু করেছিল উপমহাদেশের দলটি। তবে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পাঁচ উইকেটের পরাজয়ে দলটি নেমে গেছে পয়েন্ট তালিকার নবম স্থানে। ম্যাচ শেষে সিলভারউড সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এজন্য ‘অসংলগ্ন’ শব্দটিই উপযুক্ত। এই মিশনে যে সুযোগগুলো পেয়েছিলাম তা যদি কাজে লাগাতে পারতাম তাহলে দৃশ্যপট অন্যরকম হতে পারতো।’
টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক পরিবর্তন করতে বাধ্য হয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। ইনজুরিতে পড়ে দাসুন শানাকা দল থেকে ছিটকে গেলে নেতৃত্ব গ্রহণ করেন কুশল মেন্ডিজ। লঙ্কান সরকার তাদের ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তাদের বহিস্কার করায় সঙ্কট আরো ঘনীভূত হয়। যে কারণে দলের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়া হয়নি। পরে আপিল আদালত ক্রীড়া মন্ত্রণালয়ের ওই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে বর্তমান কমিটিকে পুনর্বহাল করেছে।
শ্রীলঙ্কার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ এনে এসএলসি কর্মকর্তাদের পদত্যাগ করার দাবি জানায়। যদিও রাজনীতির কারণে দলের ভরাডুবি ঘটেছে বলে মনে করেন না সিলভারউড। ইংলিশ ওই কোচ বলেন, ‘মানলাম এই মিশনটি হাতাশার ছিল। কিন্তু আমরা যদি আগের মিশনের দিকে তাকাই তাহলে দেখবেন জয়ের হার বেড়েছে। একজন বিদেশী হিসেবে লঙ্কায় কী ঘটছে বা সেখানকার রাজনীতিতে কী হচ্ছে সেটি আমার বিবেচ্য বিষয় নয়। আমি সম্মানের সাথে বিষয়টি এড়িয়ে যেতে চাই।’ ইংল্যান্ড ও ডাচদের বিপক্ষে জয় পেলেও মেন্ডিসের নেতৃত্বাধীন দলটি পরবর্তীতে হেরে গেছে তাদের এশীয় প্রতিবেশী আফগানিস্তান, ভারত ও বাংলাদেশের কাছে। ফলে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গিয়ে হারিয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাইয়ের সুযোগ। স্বাগতিক পাকিস্তানসহ বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানীয় সাতটি দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। সিলভারউড বলেন, ‘আমি আগেও বলেছি যা ঘটেছে তা নিয়ে আমাদের মধ্যে ভালো একটি আলোচনা ও বিশ্লেষণ হবে। দেখা যাক এখান থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগিয়ে আগামীতে কী করা যায়।’ আগামী বিশ্বকাপের আগে এই সময়ের মধ্যে এবারের ভুলত্রুটিগুলো চিহ্নিত করে তা সংশোধন করতে হবে বলে মন্তব্য করেন লঙ্কান কোচ। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com