বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

অবরোধ সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা। গতকাল রোববার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে তারা মিছিল করে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
তিনি বলেন, ‘ক্ষমতার পরিবর্তন হবেই, দেশকে আর কুক্ষিগত করে রাখা যাবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার হটানো হবে, আন্দোলনে আইনজীবীরা শরিক হবেন।’
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বীরযোদ্ধা। আপনারা দেশের মানুষকে উজ্জীবিত করছেন। দেশের মানুষ ভোটের অধিকার আদায় না করে আন্দোলনকারী জনতা ঘরে ফিরবে না। দেশের মানুষ যত দিন নিজের ভোট নিজে দিতে না পারবে এই অঙ্গনে আইনজীবীরা আন্দোলন করে যাবে।’
ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, ইউএলএফের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী, এ কে এম রেজাউল করীম খন্দকার, আইনজীবী তাজুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, আইনজীবী আবেদ রাজা, আবদুল জব্বার ভূইয়া, মো: আক্তারুজ্জামান, সৈয়দ মামুন মাহবুব, মো: কামাল হোসেন, গোলাম রহমান, রফিকুল ইসলাম মন্টু, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, হুমায়ুন কবীর মঞ্জু, রেজাউল করীম রেজা, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, মো: মুজিবুর রহমান, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, জহিরুল ইসলাম সুমন, শাহীন সুলতানা, মো: মাকসুদ উল্লাহ, এ কে এম এহসানুর রহমান, গোলাম মোকতাদির উজ্জল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com