নরসিংদীর রায়পুরায় জমিতে স্থাপিত দুটি ঘর থেকে বিদ্যুৎ লাইন কর্তন করে মিটার এবং মালামাল সড়িয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে হারুনুর রশিদ ভুইয়া নামে এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলন থেকে আ: বাছেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগী। গত সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুনুর রশিদ বলেন, ১৯৯৭ সালের ৬ অক্টোবর এসএ দাগ ১৬৭৮ এ ১৩.২৫ ডিং এবং ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর ৮.৭৫ ডিং মিলিয়ে ২২ডিং জমি ক্রয় করে। একই দাগে দ্বিতীয় পক্ষ ২০০৭ সালের ২৫ জুন ৫.৫০ ডিং জমি ক্রয় করে খারিজ প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অন্যের ভুমি ক্রয় দেখিয়ে তার নামজারী বাতিল করে এবং দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে খারিজ প্রদানের আদেশ প্রদান করে। পরে ২০২২ সালের ২৩ আগষ্ট পলাশতলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আদেশটি গোপন করে দ্বিতীয় পক্ষকে খারিজ প্রদান করে। এখবর জানতে পেরে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট আপীল মোকদ্দমা দাখিল করা হয়। পরে চলতি বছরের ১০ নভেম্বর রাতে হারুনুর রশিদের বাড়িতে থাকা ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যায়। প্রতিপক্ষের লোকজন বাড়িতে প্রবেশ করে দুটি ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করে এবং তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ ভুইয়া ছাড়াও তার বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।