সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
নড়াইলে শিশু নির্যাতন প্রতিরোধ ও ইতিবাচক অভিভাবকত্ব শীর্ষক কর্মশালা মসজিদ পরিচালনায় সুসংহত নীতিমালা প্রণয়নের ঘোষণা – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি, মাসুম সম্পাদক টঙ্গীতে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কমলনগরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত রাশিদ-নিলু ফাউন্ডেশনের যাত্রা শুরু দেশজের ‘প্রথম প্রকাশ লেখক সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখে অভিভূত সবাই শহীদ কামারুজ্জামান এদেশের ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের কাছে যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবেন

জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কোনো রাজনৈতিক দল এলো না কি এলো না সেটা বড় ব্যাপার নয়। জনগণ যদি ভোট দেয়, সেটাই গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে, জনগণ সকল ক্ষমতার উৎস।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, সরকার এখন রুটিন কাজ করবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আইন হবে না, কারণ সংসদ বসবে না। কিন্তু এমন কথা আমি বলতে পারি না; এটা একটা স্বাধীন দেশ, যদি এমন প্রয়োজন হয় যে, অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ ব্যবস্থায়। কোনো অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপারে, সেখানে আইন হবে না এ কথা তো আর আমি বলতে পারব না।’
তিনি বলেন, ‘রুটিন কাজ হবে। উন্নয়ন কাজ যেগুলো আছে সেগুলো চলমান থাকবে কিন্তু নতুন করে উন্নয়ন কাজ শুরু হবে না; যা কিছু নির্বাচনে একটা দলের পক্ষে প্রভাবিত করতে পারে সে রকম কাজ আমরা করব না।’ এখন পুলিশের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে নাকি নির্বাচন কমিশনের অধীনে জানতে চাইলে ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, ‘যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য থাকে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে এবং যেটা (ইসি) বলছে, সেটা যদি যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই ব্যবস্থা নেবে।’
নির্বাচন কমিশন যদি কিছু বলে সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবার অবকাশ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের আওতায় বলতে হবে সবকিছুই।’ বদলি বা পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নির্বাচন কমিশন নেবেন কি না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। এটা তো আমি বলে দিতে পারব না!’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com