বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

রাশিদ-নিলু ফাউন্ডেশনের যাত্রা শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মেধাবৃত্তি প্রদান

মেধাবৃত্তি প্রদানের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে যাত্রা শুরু হলো রাশিদ-নিলু ফাউন্ডেশনের। সোমবার দুপুরে উপজেলার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে ১০ কৃতি শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা করে এবং খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ৫ শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক রুবেল আহমেদ ও অর্থ উপদেষ্টা অনামিকা হক। অনুষ্ঠানে সাবেক মেয়র মশিউর রহমান বাবলু প্রধান অতিথি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আফসার আলী। রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার হাজী আরশেদ আলীর ছেলে আমেরিকান প্রবাসী মো. রাশিদুল ইসলাম মুঠোফোনে জানান- শিক্ষা, চিকিৎসা, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, দুস্থ মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, শীতবস্ত্র দানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখবে এ ফাউন্ডেশন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com