টঙ্গীতে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার ৩০ ডিসেম্বর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাকসুদুর রহমান রতন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলন, বিএনপি নেতা হাতেম মাস্টার যুবদল নেতা শেখ শামীম, বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা আয়েশা আক্তার ডলি, সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।