প্রচ্ছদ প্রকাশন আয়োজিত শহীদ কামারুজ্জামান রচিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বক্তারা বলেন, ব্যক্তিকে হত্যা করা গেলেও তাঁর আদর্শকে হত্যা করা যায় না। শহীদ কামারুজ্জামান এদেশের ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের কাছে যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে। শহীদ কামারুজ্জামান ইসলামের জন্য ও দেশের জন্য যে খেদমত করে গেছেন তা এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদরা আমাদেও প্রেরণা, শহীদেও আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছি। গত ১৬ বছরে সংঘটিত সব গুম খুনের বিচার করতে হবে। তাহলেই আমরা শহীদদেও ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবো। কোনোভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লগি ও তার দোসরদেরকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দেয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ কামারুজ্জামান রচিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। প্রচ্ছদ প্রকাশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের সহযোগি সম্পাদক মোবায়েদুর রহমান, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুন নবী, শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী নুরুন নাহার, শহীদ কামারুজ্জামানের সন্তান হাসান ইমাম ওয়াফি, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবির ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূঁইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক মোবায়েদুর রহমান বলেন, জাতীয় ঐক্য প্রয়োজন ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে। ফ্যাসিবাদ উচ্ছেদের পর রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। ক্ষমতা কুক্ষিগত হওয়া থেকে রক্ষা করার জন্য পরিবর্তন আনতে হবে সংবিধানে। যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশে না ঘটে। এজন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সেগুলোয় রাষ্ট্রের সব অংশীজনের ঐকমত্য হতে হবে।
সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম রফিকুন নবী বলেন, শহীদ কামারুজ্জামান ছাত্রনেতা থেকে জাতীয়নেতা হয়েছিলেন। সোনার বাংলার সম্পাদক হিসেবে তিনি ইসলামের ও দেশ জাতির খেদমতে অনেক কাজ করেছেন। তিনি সময়কে ধারণ করে কাজ করতেন। ৫ আগস্টেও বিপ্লবের সাথে জামায়াতের শীর্ষনেতাদের শহীদ হওয়ার ঘটনাও যুক্ত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশে যে জুলুমের শাসন কায়েম করেছিল তার বড় ভিক্টিম হলো জামায়াত। শহীদ কামারুজ্জাম রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী সরকার কামারুজ্জামানের মেধা ও আদর্শকে ভয় পেয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেও হত্যা করে।
শহীদ কামারুজ্জামেন সহধর্মিণী নুরুন নাহার বলেন, আমার সর্বশেষ বই এটি। ওনী বইটি রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার থেকে লেখেছেন। তিনি বইয়ের এই লেখাগুলো পত্র আকারে লিখে আমাদের কাছে পাঠিয়েছেন। দীর্ঘদিন আমি এই লেখাগুলোকে অনেক কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে সযতেœ আগলে রেখেছি। প্রচ্ছদ প্রকাশনীকে ধন্যবাদ বইটি প্রকাশের জন্য।
ড. মীর্জা গালিব বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কামারুজ্জামান ভাইয়ের সাথে পরিচয় ও সুসম্পর্ক গড়ে উঠে। কামারুজ্জামান ভাই অনেক বেশি বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের সাথে। কামারুজ্জামান ভাইয়ের রাজনৈতিক দর্শনের বিষয়ে পরিষ্কার জ্ঞান ছিল। তিনি দলের বাইরে গিয়ে দেশ ও উম্মাহ স্বার্থ প্রধান্য দিতেন। ওনার রাজনৈতিক দর্শনকে কাজে লাগাতে পারলে দেশের ও উম্মাহ উন্নয়নে অনেক কাজ করা সম্ভব।
হাসান ইমান ওয়াফি বলেন, আমার বাবা এদেশের মানুষের জীবন মান উন্নয়নে এবং ইসলামের খেদমতের জন্য আজীবন কাজ করে গেছেন। মহান আল্লাহ বাবার দ্বীনে খেদমত কবুল করুন।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, তিনি যেকোনো বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের জন্য নোট রাখতেন কামারুজ্জামান ভাই। শহীদ কামারুজ্জামান জাতির জন্য হিরক খন্ড ছিলেন। এই গ্রন্থ সেই হিরক খন্ডের অংশবিশেষ।। তিনি জেল থেকে পত্রের মাধ্যমে বইয়ের অংশ গুলো পরিবারের কাজে পাঠিয়েছেন। কামারুজ্জামানের রাজনৈতিক চিন্তাধারা আলোকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।
ডিউইজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ব্যক্তিকে হত্যা করা গেলেও তাঁর আদর্শকে হত্যা করা যায় না। শহীদ কামারুজ্জামান এদেশের ইসলাম প্রিয় ও দেশপ্রেমিক মানুষের কাছে যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে। শহীদ কামারুজ্জামান ইসলামের জন্য ও দেশের জন্য যে খেদমত করে গেছেন তা এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
ডা. ফখরুদ্দীন মানিক বলেন, শহীদ কামারুজ্জামান ভাই জেলখানা থেকে বাংলাদেশের নতুন উতিহাস লিখে পাঠিয়েছেন। যে ইতিহাস পাঠ করলে এদেশের মানুষ ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। যখন শহীদ কামারুজ্জামান ভাইকে ফাঁসি দেয়া হয় তখন পুরো দেশকে আওয়ামী ফ্যাসিস্টরা কারাগার বানিয়ে ফেলেছে। স্বাগত বক্তব্য প্রচ্ছদ প্রকাশনীর পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, এটা একটি ইতিহাসের বই এবং আত্মজীবনীমূলক বইও বলা যায়।
প্রচ্ছদ প্রকাশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পির সভাপতির বক্তব্যে বলেন, উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানায় আপনারা শহীদ কামারুজ্জামান ভাইকে ভালোবেসে এই অনুষ্ঠানে এসেছেন। দেশের নতুন ইতিহাস জানতে শহীদ কামারুজ্জামান রচিত ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইটি কেনার এবং পড়ার আহ্বান জানাচ্ছি।