রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যেসব দেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশে রেমিট্যান্স আসার শীর্ষে রয়েছে আমেরিকা। এ দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এছাড়া অন্য যেসব দেশ থেকে রেমিট্যান্স এসেছে সেগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত (ইউএই), তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর মাসে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে থাকা আমেরিকা থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে আমেরিকা থেকে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। এরপরের অবস্থানে থাকা ইউনাইটেড আরব আমিরাত থেকে ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এসেছে ২০২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরব থেকে ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি মার্কিন ডলার।
রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে-মালয়েশিয়া, দেশটি থেকে ডিসেম্বরে ২৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যুক্তরাজ্য থেকে ২৪ কোটি ৮৪ লাখ, ওমান থেকে ১৫ কোটি , কুয়েত থেকে ১৩ কোটি ১৬ লাখ, ইতালি থেকে ১১ কোটি ১০ লাখ, কাতার থেকে ১০ কোটি ১৮ লাখ এবং সিঙ্গাপুর থেকে ৮ কোটি ১৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com