বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সরিষার দানা পরিমাণ ঈমান

মো: আব্দুল ওহাব
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। বিনিময় হিসেবে রেখেছেন জান্নাত। বলেই দিয়েছেন আল্লাহ যে, সেই জান্নাত এমন সুন্দর ও শান্তিপূর্ণ হবে যা পৃথিবীতে কোনো চক্ষু কোনো দিন দেখেনি, কোনো কর্ণ কোনো দিন শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি। শর্ত দিয়েছেন ঈমান থাকতে হবে এবং শিরক করা যাবে না। যারা আল্লাহ ও তার রাসূল সা:-এর সব নির্দেশনা মানবে সে চিরস্থায়ী চিরশান্তির জান্নাতে প্রবেশ করবে। বিপরীতে রেখেছেন ভয়াবহ জাহান্নাম। যারা আল্লাহ ও তার রাসূল সা:-এর নির্দেশ মানবে না তাদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নাম। আর এই জাহান্নাম থেকে মুক্তির জন্য সর্বশেষ অফার দিয়েছেন যে, মৃত্যুর দিন পর্যন্ত যদি কারো সরিষার দানা পরিমাণ ঈমান থাকে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে ও জান্নাতে যাবে।
যেমন হাদিসে এসেছে, আবু সাইদ খুদরি রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, ‘জান্নœাতিরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তায়ালা মালাকদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম থেকে এমন অবস্থায় বের করা হবে যে, তারা (পুড়ে) কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের (বর্ণনাকারী মালিক রহ: শব্দ দু’টির কোনটি এ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন) নদীতে নিক্ষেপ করা হবে। ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়?’ (বুখারি-২২)। লেখক : শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com