সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

॥ ভালোবাসা মানেই কষ্ট ॥

সাবেরা আতিক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

আকাশটা ছেয়ে গেছে কালো মেঘে
হিম শীতল হাওয়া বইছে চারিদিক
হয়তো এখনি শুরু হবে বৃষ্টি।

অনুভবে বুক চেরা কষ্ট গুলো
জমাট বাঁধা কান্না হয়ে জমেছে দু’চোখ জুড়ে।
কারণে,অকারণ অভিমানে আজকাল বড্ড দূরে সরিয়ে রাখো আমায়।

শূন্যতার মাঝে বুকের ভেতর
কষ্টগুলো কেঁদে ওঠে চুপিসারে
মাঝ দরিয়ায় মাঝি বিহীন নাও তীরে ভিড়বে কিনা সেই সংশয়ে
মনে জাগে ভয়।

খুব বৃষ্টি শুরু হয়েছে, ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজে কেঁদে মনটাকে হালকা করতে।
দেখ তুমি, দেখতে পাচ্ছ?

অনুশোচনার কষ্টগুলো,দু’চোখে লুকায়িত কান্না আজ কেমন বৃষ্টির জলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে।

আজ আমি ক্লান্ত তবুও বড্ড বেশি শান্ত
তোমার দেওয়া ছোট ছোট কষ্ট গুলো আজ আর আমায় কাঁদায় না।
নীরব কাঁন্নায় বুকটা হাহাকার করে সত্য, কিন্তু চোখের কোণে কান্না গুলো আর জমাট বাঁধে না আগের মতো।

ভালোবেসেছি যতো, আঘাতে আঘাতে সয়েছি কষ্ট ততো,
তোমার অবহেলায় হয়েছি আমি তুষ্ট,
ওগো তবু ও
ভালোবাসা মানেই যে বুক ভরা কষ্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com