দেশের জনপ্রিয় খেলা ফুটবল এই ফুটবল খেলাকে পুজো করে স্বপ্ন দেখছে হাজী মোশারফ খান ফুটবল একাডেমি। ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক, হাজী মোশারফ খান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। লক্ষ্য দেশের হয়ে খেলবে জনপ্রিয় খেলা ফুটবল। হাজী মোশারফ খান ফুটবল একাডেমি বিভিন্ন মাঠে ফুটবল খেলে জয় এনেছে অনেকবার। নিজ অর্থে এলাকায় প্রতিষ্ঠা করেছে নিজের নামে এই ফুটবল একাডেমী। দলের ভালোবাসায় তাকে এ পথে হাঁটার স্বপ্ন জাগিয়েছে। হাজী মোশারফ খান ফুটবল একাডেমিতে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় খেলোয়ারদের। খেলোয়াড়দের ভালো প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে দক্ষ প্রশিক্ষক। সরে জমিনে গিয়ে দেখা যায়, সাভারের আশুলিয়ার, দুসাইড স্কুলের মাঠে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন বয়সী খেলোয়ারদের। দক্ষ প্রশিক্ষক ও হাজী মোশাররফের প্রচেষ্টায় ইতিমধ্যেই সোনাম এনেছে হাজী মোশারফ খান ফুটবল একাডেমী। এ বিষয়ে মাঠে খেলোয়াড়ের সাথে কথা বললে তিনি দৈনিক খবর পত্র কে জানান, হাজী মোশারফ খান নিজ উদ্যোগে এবং নিজের অর্থ এনে আমাদেরকে উচ্চমানের ফুটবল খেলা প্রশিক্ষণ দিচ্ছেন। মাঠে প্রশিক্ষণে যাবতীয় সব সরঞ্জাম এনে দিয়েছে আমাদের প্রশিক্ষণের জন্য। হাজী মুশারফ খান ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা হাজী মোশারফ বলেন, বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল আমি ছেলেবেলা থেকেই ফুটবলকে ভালবাসি। একটা সময় আমি দেশের বিভিন্ন মাঠে গিয়ে ফুটবল খেলতাম। ফুটবলের প্রতি রয়েছে আমার প্রবল দুর্বলতা ও ভালোবাসা সেই ভালোবাসা থেকেই আমার নিজের নামে ফুটবল একাডেমী চালু করেছি। আমার এখানে যারা ফুটবলকে ভালবাসে তাদের জন্য করা হয়েছে এই হাজী মোশারফ খান ফুটবল একাডেমী। একদিন হাজি মোশারফ কাল ফুটবল একাডেমীর খেলোয়াড়রা খেলবে দেশের জন্য এটা আমার স্বপ্ন।