বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

নওগাঁ জেলায় ১৭৩৫৯ মেট্রিক টন চাল ও ৭৬১৪ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নওগাঁ জেলায় ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিকটন চাল এবং ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে আভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান জানিয়েছেন এ বছর প্রতি কেজি ৪৪ টাকা হারে ১৭ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চাল এবং প্রতি কেজি ৩০ টাকা হারে ৭ হাজার ৬শ ১৪ মেট্রিক টন ধান ক্রয় করছে সরকার। উপজেলা ভিত্তিক চাল ও ধান ক্রয়ের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৬৩৭৫ মেট্রিকটন চাল ও ৪০৬ মেট্রিকটন ধান, আত্রাই উপজেলায় ১৯০ মেট্রিক চাল ও ২৯৭ মেট্রিকটন ধান, রানীনগর উপজেলায় ১৩৪৮ মেট্রিকটন চাল ও ৭৬০ মেট্রিকটন ধান, মহাদেবপুর উপজেলায় ৭১৫৮ মেট্রিকটন চাল ও ১১২২ মেট্রিকটন ধান, পতœীতলা উপজেলায় ৫৯৩ মেট্রিকটন চাল ও ৯০৬ মেট্রিকটন ধান, ধামইরহাট উপজেলায় ১৬৭ মেট্রিকটন চাল ও ৮০৩ মেট্রিকটন ধান, পোরশা উপজেলায় ১১১৩ মেট্রিকটন চাল ও ৫৯১ মেট্রিকটন ধান, মান্দা উপজেলায় ১০৪ মেট্রিকটন চাল ও ৬১৪ মেট্রিকটন ধান, বদলগাছি উপজেলায় ১১৭ মেট্রিকটন চাল ও ৫৫৮ মেট্রিকটন ধান এবং নিয়ামতপুর উপজেলায় ১৯৪ মেট্রিকটন চাল ও ১১৭৮ মেট্রিকটন ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি আমন মওসুমে নওগাঁ জেলায় ১ লাখ ৯৪ হাজার ৯শ ৭৮ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী উল্লেথিত পরিমাণ জমি থেকে চলতি মওসুমে চালের আকারে ৬ লক্ষ ৬২ হাজার ৯শ ২৫ দশমিক ২ মেট্রিকটন খাদ্য উৎপাদিত হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান জানিয়েছেন নওগাঁ জেলায় মোট ১৯টি গুদাম রয়েছে। এসব গুদামে খাদ্যশষ্য সংরক্ষনের দারন ক্ষমতা ৩৯ হাজার ৭৫০ মেট্রিকটন। বর্তমানে এসব গুদামে ২১ হাজার মেট্রিকটন খাদ্য সঞ্চিত রয়েছে। জেলায় সরকারীভাবে ধার্যকৃত ধানচাল সংগৃহিত হলে সেগুলো সংরক্ষনের ক্ষেত্রে কোন সমস্য হবেনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com