মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সরদার তৈয়াবুর রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাবেদ আলী শেখ, সুদারঞ্জন রায়, আবুল কালাম আজাদ দাড়িয়া, আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার বক্তব্য রাখেন। এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও হেমায়েত বাহিনী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঘাঘর কান্দা গোডাউন রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করেন। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com