বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পৃথক ভাবে অর্থদন্ড দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে বাড়িতে থাকার কড়া নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারের পল্লব হারবালের মালিক সমীর দত্তকে এক হাজার এবং তেল ব্যবসায়ী কালিম শরীফকে ৫০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
অপরদিকে, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় সদর বাজারের ওষুধ ব্যবসায়ী মোঃ মাসুদ গাজীকে ৫০০ টাকা এবং কম্পিউটার ব্যবসায়ী প্রবীর মজুমদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদেরকে বাড়িতে থাকার কড়া নির্দেশ দেয়া হয়েছে।
ই-খ/খবরপত্র