প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের আনইজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এর আগে গত ২২শে নভেম্বর একই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নি¤œ আদালত।
গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।