জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকারের পদত্যাগ ও নিপীড়নমূলক ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফার ভিত্তিতে গড়ে ওঠা নতুন গণশক্তির যুগপৎ আন্দোলনসহ দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার অঙ্গীকারে ৬৩ দলের আন্দোলনে সরকার গণবিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচনে আবদ্ধ হয়ে পড়েছে। রাজনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার শুধুমাত্র বল প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জেএসডির স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণবিহীন নির্বাচনে বিরোধী দলের আন্দোলন সংগ্রামে জনগণের অভূতপূর্ব নৈতিক সমর্থনে দেশ প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। অতীতেও যুগপৎ আন্দোলনে বাংলাদেশে সরকারের পরিবর্তন এবং জনগণের বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য যুগপৎ আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
সভায় জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন এবং নির্বাচন ও সরকার গঠনের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের বিপরীতে গণমুখী শাসনব্যবস্থা প্রবর্তনের সম্ভাবনা পরিস্ফুটিত হয়েছে। এই সম্ভাবনা বা গণইচ্ছা বা আস্থা ঝুঁকির মুখে পড়তে পারে এমন যেকোনো পদক্ষেপ আন্দোলনের পক্ষের সকল দল, জোট বা ব্যক্তিকে অবশ্যই সতর্কতার সহিত পরিহার করতে হবে। সভায় বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া এবং কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।