সিলেট টেস্টে ঐতিহাসিক জয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন তাইজুল ইসলাম। সবার মুখে বরাবরই পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকা এই স্পিনার। এবার প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন সবাই। মুখ খুললেন স্বয়ং প্রধান কোচ হাথুরুসিংহেও। বললেন- সাকিবের জন্যই আলোচনায় আসা হয় না তাইজুলের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের অন্যতম নায়ক স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে একাই ১০ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেন তিনি। জিতে নেন ম্যাচসেরার পুরস্কারও। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেও সংবাদ সম্মেলনে উঠে এলো তার নাম।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। যেখানে অনেক কথার ভিড়ে তাইজুলকে নিয়ে প্রধান কোচ বলেন, ‘তোমরা একজন ক্রিকেটার নিয়ে তখনই কথা বলো, যখন সে ভালো খেলে। কিন্তু আমরা জানি তাইজুল কতটা ভালো। রঙ্গনা হেরাথ ওর সাথে কাজ করেছে, ওর ম্যাচিউরিটি এখন সেরা পর্যায়ে আছে। সাকিবের কারণে সে আলোচনায় কম আসে, তবে পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে।’ এরপর গণমাধ্যমের কী করণীয়, তা উল্লেখ করে হাথুরু বলেন, ‘যখন সে ভালো করে, আপনাদের সবার তার ব্যাপারে কথা বলা উচিত। তার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি। নিজের অনুশীলনের ব্যাপারে সে খুবই স্বচ্ছ ধারণা রাখে এবং যা করতে চায় সুনির্দিষ্টভাবে করে। মানসিকভাবে খুবই শক্ত সে।’