আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম রেজাউল করিম ইং ১০ ডিসেম্বর নিজ ইউনিয়নে তারাবুনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় করেন। এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঐ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বিলু, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শওকত হোসেন মীর, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সহকারী কমান্ডার কাজী মোসলেম, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, মাষ্টার ইউসুফ আলী মাঝি, ৫নং শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাষ্টার বঙ্কিম বাবু, প্রবীন আওয়ামীলীগ নেতা আতাহার আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতাকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমি মন্ত্রী থাকাকালীন অবস্থায় ঘুষ-দূর্ণীতি করে অর্থবিত্ত করিনি, আমি যাহা কিছু করেছি মন্ত্রী হওয়ার পূর্বে আমার পেশাগত কষ্টে অর্জিত পয়সা দিয়ে। আমি মন্ত্রী হওয়ার পরে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি এবং এলাকার উন্নয়নে আমি অবদান রেখেছি যেমন, রাস্তা-কালভার্ট, স্কুলের জরাজির্ণ ভবন সহ ব্যাপক উন্নয়ন করেছি। যার কারণে আজ আমাকে দল আবারও নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছেন এবং নির্বাচনে অংশগ্রহন করে আপনাদের সমর্থন পেয়ে যেন, পুনরায় আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। বিগত দিনে যারা এই ১ আসনের দায়িত্বে ছিলেন তারা উন্নয়নের নামে অর্থ লুটপাট সহ নিয়োগ বাণিজ্য করে নিজেদের উদরপুর্তি করেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন।