সোমবার দুপুর ১ টায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান নৌকা প্রতীক পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তিনি তার সঙ্গীদের নিয়ে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ফাতেহা পাঠ ও দোয়া করেন এরপর তিনি সমাধি বঙ্গবন্ধু কন্যারে সংরক্ষিত বইতে মন্তব্য ও স্বাক্ষর করেন পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমি নির্বাচনে জয়ী হলে মাগুরা কে একটি উন্নয়নের রোল মডেল গড়ে তুলবো আমি মাগুরার জনসাধারণের জন্য কাজ করব পরে তিনি বলেন আমি ক্রিকেটে যেমন অলরাউন্ডার রাজনীতিতে নতুন সকলের সহযোগিতা পেলে ক্রিকেটের মত রাজনীতিতেও অলরাউন্ডার হতে পারব আপনার সকলে আমার জন্য দোয়া করবেন।