মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

সভাপতি ড. মো.জাকির সাধরণ সম্পাদক ড.শেখ মাশরিক

শাহীন আলাম, জবি প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

জবি শিক্ষক সমিতির নির্বাচন 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন। জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এবং মাশরিক হাসান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন ২৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ২৬২ ভোট, কোষাধ্যক্ষ পদে ড. মিরাজ হোসেন (লটারিতে বিজয়ী) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মহসীন রেজা ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ৩১৬ ভোট,অধ্যাপক ড. মো. আবুল হোসেন ৩০১ ভোট, ড. এ.এম.এম গোলাম আদম ২৯৮ ভোট,অধ্যাপক ড. ফারহানা জামান ২৭৫ ভোট,সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ২৭৩ ভোট, মো. আশরাফুল ইসলাম ২৬৯ ভোট, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ২৬৪ ভোট,অধ্যাপক ড. শামসুন নাহার ২৬১ ভোট,অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ ২৫৯ ভোট এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়৷ দুপুর ২.৩০টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা৷ এবারের নির্বাচনে ৬টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষকদের দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com