শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত বেরোবিতে চাকরি হল শহীদ আবু সাঈদের বোনের সাহিত্যে নোবেল জিতলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২৪ ঘণ্টার মধ্যে সাবের হোসেন কীভাবে জামিনে মুক্তি পেলেন, প্রশ্ন রিজভীর এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব (মিনার) দেশে বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম ব্যাপার: মন্দিরা চক্রবর্তী টানা ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা : তারেক রহমান ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’ মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দিয়েছে বলিভিয়া বিএনপির সভামঞ্চে সবাই যেন আওয়ামী লীগ নেতাকর্মী!

মাধবদীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর রস

আল আমিন (মাধবদী) নরসিংদী :
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

শীতকালে নরসিংদী জেলার মাধবদী ও এর আশপাশের এলাকাগুলোতে একসময় খেজুর রস আহরণে গাছিদের ব্যস্ততা চোখে পড়লেও এখন আর তেমনটা চোখে পড়েনা। প্রতি বছরই নভেম্বর মাসের প্রথম থেকেই শুরু হয় রস আহরণের প্রস্তুতি। পরের তিন মাস চলতো রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। শীতের বিকেলে খেজুর গাছ কেটে রস সংগ্রহের জন্য মাটির কলস গাছে বেঁধে ঝুলিয়ে রাখেন গাছিরা। ভোরে ওই রস সংগ্রহ করে কেউ কেউ রস বিক্রি করে আবার কেউ গুড় তৈরি করে। খেজুরের গুড় ও পাটালীর চাহিদা দেশ-বিদেশে সর্বত্র রয়েছে। এক দশক আগেও এ অঞ্চলে প্রচুর খেজুরের গাছ ছিলো। বর্তমানে আগের তুলনায় গাছ অনেকটা কমে গেছে। সরকারি উদ্যোগে নতুন করে খেজুরের চারা গাছ লাগানোর উদ্যোগ না নেয়ায় গাছিরা হতাশা ব্যক্ত করেন। এক কলস খেজুর রস সাতশত থেকে এক হাজার টাকায় এবং এক কেজি বিশুদ্ধ খেজুর গুড় ৩৫০ টাকা থেকে ৪শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে বলে তারা জানান। এ বিষয়ে একজন গাছি বলেন, নরসিংদীতে কৃষি অধিদপ্তরের অধীনে খেজুর রস উৎপাদন বা কার্যক্রম পরিচালনা করা হয় না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com