সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়েছে। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২টা ৪৩ মিনিটে সেখানে পৌঁছায়। ১০ মিনিটের মধ্যে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেছেন, জুরাইনের সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের বাসে কে বা কারা আগুন দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩: নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণে চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে আটক করি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com