শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। স্বজনরা জানিয়েছে, রোববারও (২৪ ডিসেম্বর) তিনি সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। পরে রাতে অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গে-ারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের । প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংসহ নানা খাতে বিনিয়োগ করতে শুরু করে। নব্বই দশকের শুরুর দিকে আরো প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। এরই ধারাবাহিকতায় বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান।
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক: শিল্পপতি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এফবিসিসিআই সভাপতি। এর আগে গতকাল সোমবার ভোর ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সাধারণ পরিষদ সদস্য। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের মাধ্যমে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয় ফজলুর রহমানের হাত ধরে। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। এসময় উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়। ২০১৮ সালে এ কোম্পানি নারায়ণগঞ্জে ৭৮ একর জমির ওপর সিটি ইকোনমিক জোন গড়ে তোলার অনুমোদন পায়। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com