পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৪নং দীর্ঘা ইউনিয়নের এম এল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫ ডিসেম্বর বিকাল ৪টায় নৌকা প্রার্থী এ্যাড: শ. ম. রেজাউল করিম বক্তৃতকালে বলেন, আমি নাজিরপুরে আপনাদের সন্তান, আমি আপনাদের ভোটের হকদার, আমার ক্ষমতা আমলে আমি এই অবহেলিত নাজিরপুরে অনেক উন্নয়ন মূলক কাজ করেছি, যাহার প্রমান এলাকায় অনেকেই দেখছেন। বিগত দিনে যারা এই আসনের এমপি ছিলেন তারা উন্নয়নের নামে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দূর্ণীতি করে নিজেদের আখের গুছিয়েছে। আর আমি আমাদের এই অবহেলিত নাজিরপুরকে উন্নয়নের একটি দার প্রান্তে এনে দার করিয়েছি। আমার ক্ষমতা আমলে দুই বছর করোনার আক্রমনে সকল কার্যক্রম স্থবির হয়েছিল, এক বছর গিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে, দুই বছর আমি কাজ করার সুযোগ পেয়ে নাজিরপুরকে একটি সুন্দর উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করিয়েছি। আগামি নির্বাচনে আপনারা যদি আমাকে আবারও নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন এই ইন্দুরকানী, নাজিরপুর সহ পিরোজপুর ১ আসনের আমুল পরিবর্তন ঘটাবো। এ সময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৪নং দীর্ঘা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মাষ্টার শাহ আলম আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, জাতীয় পার্টি একাংশের নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার, যুবলীগের সাধারণ সম্পাদ চঞ্চল কান্তি বিশ^াস, জেলা হিন্দ বৈদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক দিলিপ মাঝি প্রমুখ। বক্তারা বিভিন্ন বক্তৃতাকালে বলেন, নাজিরপুরের সন্তানকে নাজিরপুরের মানুষকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখা উচিত। তাই দল-মত নির্বিশেষে আপনারা নাজিরপুরের সন্তানকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।