‘এ্যাকনা কম্বলের জন্যে ম্যালাজনক কচুং কাও দেয় নাই, ইউএনও স্যার ডাকে আনি কম্বল দেল।এই কম্বলে এবার জার যাইবে।’ কম্বল হাতে পেয়ে বললেন মাহমুদ বেগম। রংপুরের গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলার সরিয়াত উল্লা মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় এ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ২৫০ পিচ কম্বল বিতারন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সজিবুল করীম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক সহ প্রমুখ। কম্বল পেয়ে খুশি হয়ে বেদে সম্প্রদায়ের বিজয়া বলেন, ‘আশপাশের অনেকেই সরকারি সহযোগিতা পেলেও আমরা কোনো সহযোগিতা পায়নি। ইউএনও স্যার আমাদের কম্বল দিয়েছেন। খুব ভালো লাগছে।’ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, এই শীতে গরিব-দুঃখী মানুষ কষ্ট করছেন। তাই অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’