বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সিনেমা মুক্তির আগে পরিচালককে হত্যার হুমকি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ভারতীয় পরিচালক রাম গোপাল বর্মাকে হত্যা করলে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর এক রাজনৈতিক কর্মী প্রকাশ্য টেলিভিশন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন। এমন ঘোষণার কারণে সোশ্যাল মিডিয়ায় অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ জানান এ পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স হ্যান্ড’-এর এ পোস্টকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রামগোপাল বর্মা। এ প্রসঙ্গে তিনি বলেন ‘টিভি-৫’ নামের একটি টেলিভিশন চ্যানেলে এসে একটি অনুষ্ঠানে সক্রিয় রাজনৈতিক কর্মী কলিকাপুড়ি শ্রীনিবাস রাও তাকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে ১ কোটি রুপি পুরস্কারমূল্য ঘোষণা করেছেন।
আর এ নিয়েই সেই পোস্টে অন্ধ্রপ্রদেশের পুলিশকে ট্যাগ করে অভিযোগ দায়ের করেন রামগোপাল। রামগোপালের অভিযোগ, টিভি চ্যানেলের উপস্থাপক সাম্বাও এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যে কারণে তিনি শ্রীনিবাস রাওয়ের কথাতেই সম্মতিসূচক ভঙ্গি করে সেই একই কথা তিনবার পুনরাবৃত্তি করেন।
অন্য আরেকটি পোস্টে রামগোপাল বর্মা পরিষ্কার ভাষায় জানান যে, তিনি আনুষ্ঠানিকভাবেই এবার শ্রীনিবাস রাও, ‘টিভি-৫’র সঞ্চালক সাম্বাশিবা রাও এবং চ্যানেলের মালিক বি আর নাইডুর বিরুদ্ধে মামলা দায়ের করছেন। চলচ্চিত্র পরিচালক রামগোপাল বর্মা আরও বলেন, টিডিপি দলের কর্মী এবং চন্দ্রবাবু নায়ডুর অনুগতরা তাদের পেটোয়া টিভি চ্যানেলে এসে মানুষের মাথা কাটার হুমকি দিচ্ছেন। যদি এ মানুষগুলোকে না তাড়ানো হয়, তাহলে এদেশে খুন একটা রাজনৈতিক অ্যাজেন্ডা হয়ে যাবে। এ থেকে মুক্তি প্রয়োজন। ওই চ্যানেলের অনুষ্ঠান চলাকালে রামগোপাল বর্মার পরের সিনেমা ‘ভয়োম’র প্রসঙ্গে কথা বলতে গিয়েই শ্রীনিবাস রাও রামগোপালের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, ঘটনার মূলে রয়েছে রামগোপাল বর্মার সিনেমা। যেটি আগামী ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এ সিনেমায় নাকি টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডুর মানহানি করা হয়েছে এবং সেই প্রসঙ্গে সোমবার হায়দারাবাদে পরিচালকের বাড়ির সামনে তার কুশপুত্তলিকাও দাহ করেন টিডিপির সদস্যরা।
তেলঙ্গানা হাইকোর্টে এ সিনেমার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তারা, যাতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। আর তাই এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স হ্যান্ড’-এ বিরোধীদের এক হাত নেন পরিচালক। যদিও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ দায়ের করার পর অন্ধ্রপ্রদেশের পুলিশ কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে কোনো খবর এখনো জানা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com