শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে পেঁয়াজের বাম্পার ফলন, ভালো দাম পাচ্ছেন চাষিরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আবহাওয়া অনুকূলে থাকায় ও কঠোর পরিচর্যায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে। দাম বেশি পাওয়ার আশায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। কয়েক বছর ধরে পেঁয়াজের সংকট এবং চাহিদা বেশি হওয়ায় এসব কৃষকরা অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষে বেশি ঝুকছেন। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পাশে হাজিরঘাট সহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় পেয়াজের বাম্পার ফলন হয়েছে। আশার তুলনায় দ্বিগুণ লাভ পাচ্ছেন কৃষকরা। বর্তমান পাইকারি বাজারে নতুন পেঁয়াজ মণ প্রতি ৩ হাজার টাকা,ভারতীয় পেঁয়াজ ৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে বলে জানায় পেঁয়াজ ব্যবসায়ীরা। পেঁয়াজ চাষিরা বলছেন, দেশী পেঁয়াজের চেয়ে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি হওয়ার কারণে নতুন পেঁয়াজ এর দাম কম। এ বছর পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। তাতেও উৎপাদন খরচ উঠিয়ে দ্বিগুণ লাভ পাচ্ছেন কৃষকরা। এ ব্যাপারে কয়েকজন পেঁয়াজ চাষির সাথে কথা বললে তারা জানান- জমি তৈরি, সার, বীজ, পরিচর্যা খরচসহ বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। অল্প সময়ের কম পরিশ্রমে এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে ও পেঁয়াজের চাহিদা বেশ ভালো হওয়ায় জমি থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজ চাষী সাব্বির হোসেন জানান, তিনি এ বছর প্রায় ৩ বিঘা জমিতে এন ফিপটি-৩ কুষ্টিয়া থেকে পেঁয়াজের বিজ সংগ্রহ করেন এবং উপজেলা কৃষি অফিস থেকে কিছু বিজ সংগ্রহ করে চাষ-আবাদ করেন। জমি তৈরি, সার, বীজ,পরিচর্যা খরচ বাবদ তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করেন ৩ বিঘায় উৎপাদন ফসল পাবেন ২১০ মণ। ইতোমধ্যে তিনি ১৪০ মণ পেঁয়াজ তিন হাজার টাকা দরে বিক্রি করেছেন। তবে এখন পেঁয়াজের বাজার দর আরও কমতে শুরু করেছে বলে জানাই তিনি। হাবিজার মিয়া নামে এক পেঁয়াজ চাষী জানায়, প্রথমে যারা মাঠ থেকে পেঁয়াজ তুলে বিক্রি করেছেন তাদের বেশি লাভ হয়েছে। এখন তুলনামূলক পেঁয়াজের দাম কমেছে। তবে এখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করা হলে কৃষকরা বেশি লাভবান হবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুজ্জামান বলেন, এই উপজেলার মাটি পেঁয়াজ চাষের উপযোগী নয় তবুও আমরা পেঁয়াজ চাষে কৃষকদের বীজ, সারসহ প্রয়োজীয় প্রনোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো বাজারদরে পেঁয়াজ চাষিদের মাঝে আগ্রহ বাড়ছে। উৎপাদন খরচ কম এবং পেঁয়াজের দাম ভালো হওয়ায় চাষিরা এবার লাভবান হয়েছে ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com