সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ময়লার ভাগাড়ে কেন তারকারা, জানালেন নির্মাতা অমি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বিশাল এক ময়লার ভাগাড়। আর সেখানে পরিপাটি পোশাকে সেজেগুজে বসে ও দাঁড়িয়ে আছেন কয়েকজন তারকা। এর মধ্যে আছেন তাসনিয়া ফারিণ, তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, ইন্তেখাব দিনারের মতো শিল্পীরা। কিন্তু কেন? তার উত্তর জানালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি জানান, এটি আসলে তার নতুন ওয়েব ফিল্ম ‘অসময়’র প্রথম পোস্টার। আর গল্পের খাতিরেই এমন ব্যতিক্রমী পোস্টার বানানো হয়েছে। কমেডি ধাঁচের কাজের জন্যই অমির পরিচিতি। তবে এবার কমেডির সঙ্গে সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন গল্পে। সব কিছু ঠিক থাকলে এ মাসেই ছবিটি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে। ওয়েব ফিল্মটির প্রযোজক ও বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, এই গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে।
‘অসময়’ হবে আমাদের পক্ষ থেকে দর্শকের জন্য নিউ ইয়ার উপহার। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com